Ticker

https://amzn.to/4jgawQo

দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও আমাদের করণীয়



দ্রব্যমূল্যের বৃদ্ধির সবচেয়ে বড় কারণ চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতা। চাহিদা তীব্র ও সরবরাহ সীমাবদ্ধ হলে  পন্যের জন্য  ক্রেতার চাহিদা বেড়ে যায়।  পণ্য সরবরাহে শুরু হয় প্রতিযোগিতা। ফলে অনিবার্যভাবে মূল্যবৃদ্ধি ঘটে। জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ   কৃষি জমিতে ঘর বাড়ি নির্মাণ করছে। ফলে উৎপাদন হ্রাস পাচ্ছে  এবং  চাহিদা অনুযায়ী দ্রব্যের প্রাপ্যতা নিশ্চিত হচ্ছে না। তার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আরো কিছু কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে
,

রাশিয়া  ইউক্রেন এর যুদ্ধের ফলে।

# জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে।

# বিশ্ববাজারে পণ্যমূল্য বৃদ্ধির  ফলে।

# উৎপাদন  ব্যয় বৃদ্ধির জন্য।

# প্রাকৃতিক দুর্যোগের কারণে।

# আসাদু ব্যবসায়ীদের কার সাজি ও চোরাচালানির জন্য।

 

 দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতিতে আমাদের কি করনীয়।


# উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাহিদা অনুযায়ী, পণ্যের জোগান নিশ্চিত করতে হবে।

# কৃষি জমি থেকে সর্বোত্তম ফসল লাভের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ, উন্নত  বীজ  প্রচুর সার ও সেচ ব্যবস্থা সমন্বয় করতে হবে।

# জনসংখ্যা বৃদ্ধি রোধ করে সমবন্টন এর মাধ্যমে চাহিদা নিবারণের ব্যবস্থা করতে হবে।

# মজুদদার  ও চোরাকারবারীদের জন্য কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে, যাতে তারা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।

কৃষি ভর্তুকি বৃদ্ধি করে কৃষকদের উৎপাদনে উদ্বুদ্ধ করতে হবে।

# বাজার ব্যবস্থাপনার উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকতে হবে।

#  সাধারণ মানুষদের দ্রব্যমূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে ও দ্রব্যমূল্য বৃদ্ধি  রোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

Post a Comment

3 Comments

Ad Code

Responsive Advertisement