ছোটবেলাতে বরই ফল খেতে সবাই ভালবাসে, কখনো বা লুকিয়ে কখনো বা অন্যের গাছের বরই ঢিল ছুড়ে। ছোটবেলায় গ্রামের বাড়িতে যেতাম ঘুরতে। রাস্তার পাশে ঘুরে বেড়াতাম যখন তখন। সেখানে ছিল বড় একটি বরই ফলের গাছ। লুকিয়ে লুকিয়ে ঢিল মেরে বড়ই পারতাম। ভয়ে ভয়ে থাকতাম যদি কেউ দেখে ফেলে। তাই কখনো দুপুরে,কখনো সন্ধ্যায় গাছের পাশে লুকিয়ে ছোট ছোট বন্ধুদের দিয়ে ঢিল মেরে কুড়িয়ে কুড়িয়ে বরই খেতাম। বছরের পর বছর ধরে এভাবেই চলত ঢিল ছুড়ে বরই খাওয়ার গল্প। বরই গাছের পাশেই ছিল একটা বাড়ি। আমাদের সকলের ধারনা ছিল কেউ ওই বাড়ি থেকে এসে,আমাদের লুকিয়ে বরই খাওয়াটা ধরে ফেলবে কারণ ওই গাছটি হয়তো ওই বাড়ির কোন মানুষের। তাও অবিরাম লুকিয়ে লুকিয়ে কাঁচা,পাকা,টক,মিষ্টি,ছোট,ছোট বরই গুলো খাওয়ার সে কি আনন্দ। কিভাবে যাব,কোথায় লুকাবো,কিভাবে ঢিল ছুড়বো,কে লুকিয়ে লুকিয়ে কুড়াবে এ নিয়ে পূর্বপরিকল্পনা, সে এক বিশাল আনন্দের বরই খাওয়ার গল্প। লুকানো সব বরই কুড়িয়ে নেয়ার পরে একত্র করে ভাগ বাটোয়ার করা।আনন্দ করে সবাই খাওয়া সত্যিই অনেক আনন্দের ছিল।
অনেকদিন পরে হতে পারে কয়েক বছর পরে আবার গ্রামের বাড়িতে গেলাম বাবার সাথে। হাটতেছিলাম সেই রাস্তায়, বরই গাছটার নিচ দিয়ে। গাছটায় পেকে ছিল অনেক বরই, বাবা বলল এ বছর অনেক বরই হয়েছে এবং পেকেও গেছে অনেকগুলো বরই,গাছটার বরই সব মানুষই খেয়ে ফেলে। আমাদের গাছটার বরই আমরা কখনোই খেতে পারিনা।
3 Comments
অনেক সুন্দর গল্প
ReplyDeletefine
ReplyDeleteFine
ReplyDelete