Ticker

https://amzn.to/4jgawQo

বিরহের ভাবনা



বিরহ মধুর হলো আজি অথবা বিরহ বড় ভালো লাগে। বিরহ যার কাছে যতটা মধুরই হোক না কেন। একজন বিরহী জানে যে তার কত বিরহের ভাবনা। কতখানি বিরহ তার হৃদয়ের আকাশে ভেঙে পড়ে .........

 হৃদয়ে চেয়ে দেখি,হৃদয় আকাশ ভরে কি যেন ধু-ধু করছে,সেই যেন কি আবার কিছুই নয়। সাগর নয়,আকাশ নয়,পাহাড় নয়,মরুভূমি নয়, অরণ্য নয়,যার সাথে মানুষ ভগ্নহৃদয়ের তুলনা দেয় তাও নয়,সেই কি যেন কিছুই নয়।

অরণ্যে জীব আছে, সাগরে দ্বীপ আছে, নদীতে জল আছে,আকাশে তারা আছে- হৃদয় কিছু নাই।

 এ নদীর  কুল নাই,কিনার নাই, জল নাই, বালু নাই,মাটি নাই, চাঁদ হাসে না,নক্ষত্র নাচে না, মাছেরা ভাসেনা এ নদী শূন্যময়।

 এ আকাশে সূর্য নাই, চাঁদ নাই,নক্ষত্র নাই,মেঘ ওঠে না,বিদ্যুৎ আসে না,বজ্রপাত হয় না এ আকাশ  অসীম।

 এ অরণ্যে গাছ নাই,পাতা নাই,লতা নাই, পথ নাই, এখানে পাখিরা গায় না, ফুল ফোটে না, এখানে আর অন্য কিছুই নেই।

 কোথাও  খুঁজে পাই না,অন্তর দুখে,অন্তরে মিশবার জন্য  যখন আকাশের দিকে যখন চাই, রূপালী চাঁদ দেখে আবার তার  স্বপ্ন ছবি মনের ভিতর জেগে ওঠে।

আমি সুখ চাই না, কেবল শান্তি চাই, তাকে ভুলতে পারলে শান্তি পেতে পারি, কিন্তু ভুলতে পারি কই?

আচ্ছা তবে ভুলে যাব,এ অন্ধকারে আবার  আলো জ্বলবে,এ আকাশে চাঁদ উঠবে,এ নদীতে মাছ ভাসবে,এ মরুভূমিতে ফুল ফুটবে,শূন্য হৃদয় ভরে উঠবে,চোখের জল শুকাবে,অন্তরে শ্বাস মিলবে,তবে ভুলি না কেন? না না না পারলাম না। মন মানলো না দিনরাত্রি তাকে ভেবে এমন  হয়েছে যে ওই স্মৃতিই আমার জীবন।এটা ভুলিলে বাঁচব কি নিয়ে?


Post a Comment

1 Comments

Ad Code

Responsive Advertisement