পরান আমার জুড়িয়ে গেল সুন্দরের আহবানে।
জন্মের পরে আকাশে তাকিয়ে দেখেছি সুন্দর সূর্য,দীপ্তমান আলোয় ছড়িয়ে রেখেছে পৃথিবী,দেখেছি চাঁদ,পূর্ণিমার আলোয় ভরিয়ে রেখেছে পৃথিবী, দেখেছি নক্ষত্রমন্ডলী উন্মুক্ত আকাশ,যার নেই কোন সীমানা নেই মানচিত্র,কাঁটাতারের বেড়া,নেই সীমানা প্রাচীর।
পৃথিবীর ভূমন্ডলে দেখেছি বিভেদের রেখা তুমি আর আমি,আমরা আর তোমরা,সীমানা প্রাচীর কাঁটাতারের বেড়া, যুদ্ধ, দখল, নিষেধাজ্ঞা। অথচ পৃথিবীর সন্তান হিসেবে আমার অধিকার পৃথিবীর সমস্ত ভূখণ্ডে পৃথিবীর সমস্ত রূপ,রস,গন্ধ,সৌন্দর্য অনুভব করা। সবার দুঃখ,কষ্ট,আনন্দ ভাগাভাগি করে নেওয়া।
তাই সবার ভালোবাসায় সুন্দর হয়ে উঠুক আমাদের এই পৃথিবী।
3 Comments
ভালো হয়েছে
ReplyDeleteভালো
ReplyDeleteদারুন হয়েছে
ReplyDelete