অগ্রহায়ণে নবান্ন নিয়ে আসে খুশির বার্তা। নতুন ধান ঘরে উঠানোর কাজে ব্যস্ত থাকে কিষান কিসানীরা। আর ধান ঘরে উঠলে পিঠে পায়েস খাওয়ার ধুম পড়ে। পাড়ায় পাড়ায় চলেন নবান্ন উৎসব। নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানান দিক। প্রাচীন কাল থেকে বাঙালি জাতি ধর্ম ও বর্ণ উপেক্ষা করে নবান্ন কে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। একে অন্যের মধ্যে তৈরি হয় সামাজিক সম্পর্ক। নবান্ন উৎসবে গ্রাম গঞ্জে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। এসব মেলায় শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষের ঢল নামে। আনন্দ দেখা যায় ছোট বড় সব বয়সের মানুষের মধ্যে। এই উৎসবে উপস্থিত থাকেন নবীন প্রবীণ সবাই। হরেক রকমের বাহারি সব খাবারের দোকান নিয়ে বসানো হয় গ্রামীণ মেলা। দেশের নবান্ন উৎসবে অঞ্চলভেদে চলে শাড়ি, মুর্শিদি, লালন ও পালাগান। মেলায় ছোটদের বাড়তি আনন্দ দিতে আসে নাগরদোলা,সার্কাস, বাইস্কোপ।
নবান্ন ও পিঠে পায়েসের উৎসবে ফুটে উঠে চিরায়ত বাংলার রূপ।
6 Comments
ভালো লিখেছেন
ReplyDeleteGood
ReplyDeletegood
ReplyDeletefine
ReplyDeletegood
ReplyDeletegreat
ReplyDelete