# প্রতিদিন
সকালে,নিজে ভাল থাকব ও ভাল রাখব এই দৃঢ়রতা নিয়ে বেড়িয়ে পরুন ।
# বেশি
সময় ধরে নিরব থাকার চেষ্টা করুন।
# অপ্রোয়জনীয় কথা ও কম কথা বলার অভ্যাস করুন।
# পরচর্চা
ও পরনিন্দা থেকে বিরত থাকুন,যারা করে তাদের থেকে দূরে থাকুন।
# শোনার
ধৈর্য বাড়ান,নিজের কথা না বলে অন্যের কথা শুনুন।
# কার সামনে তার প্রশংসা ও গুন গুল বলুন,
তাতে তার ও আপনার সুন্দর গুলো আর সুন্দর হয়ে উঠবে।
# প্রকৃতির
নিরবতার মাঝে নিজেকে মেলে ধরুন।
# কাজকে
ভালবেসে কাজ করুন,সহকর্মিকে উৎসাহ দিন।
# অন্ধতাকে বাদ দিয়ে সততা ও বাস্তবতাকে মেনে নিন।
# জানার
আগ্রহ বাড়ান ও পড়াশুনা চালিয়ে যান।
# পরিবারকে
সময় দিন,ভাল বন্ধু হয়ে উঠুন,আবসর সময়ে ঘুরতে যান।
……. হয়ে উঠুন এক হাস্যোজ্জ্বল ও প্রানবন্ত মানুষ।
9 Comments
Fine
ReplyDeleteExcellent
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteGood
ReplyDeletebeautiful
ReplyDeleteok
ReplyDeleteভালো হয়েছে
ReplyDeleteFINE
ReplyDeleteOk
ReplyDelete