কয়েকটি সাধারণ সাইবার অপরাধগুলো হলো-
# ডিভাইস বা নেটওর্য়াক হ্যাক করা।
# সিস্টেমে প্রবেশ করে ডাটা নষ্ট করা।
# আর্থিক বা কার্ড পেমেন্ট ডেটা চুরি ।
# SEVERS HACK বা DESTROY করা।
# VIRUS AND RANSOMWARE আক্রমন।
এর বাইরেও ইন্টারনেট ও প্রযুক্তির উপর নির্ভর
করে সাইবার অপরাধ হচ্ছে।
সাইবার সিকিউরিটি
SYBER SECURITYদের
একটি দল
থাকেন যারা বিভিন্ন ধরণের PROGRAMS, SOFTWARE বা HARDWARE ইত্যাদি ব্যবহার করে আমাদের COMPUTER, DEVICE, NETWARK ইত্যাদির মধ্যে কিছু LAYERS OF PROTECTION যোগ করেন।যার ফলে COMPUTER, DEVICE, NETWARK ইত্যাদি গুলো সুরক্ষিত থাকে এবং হ্যাকাররা কোনো ধরণের ক্ষতি সাধন করতে পারেনা।
সাইবার
অপরাধ বাধা দেয়ার জন্য কয়েকটি সিকিউরিটি ব্যবহার হয়ে থাকে যা হল..
NETWORK AND GATEWAY SECURRITY.
NETWORK APPLICATION SECURITY.
DATA LOSS PREVENTION.
EMAIL SECURITY.
NETWORK ACCESS CONTROL.
ANTIVIRUS SECURITY.
তাই ইন্টারনেটে ব্যবহার করা অবস্থায় আমাদের সচেতন থাকা দরকার । নিজেদের ONLINE ACCOUNT গুলোতে STRONG PASSWARD ব্যবহার করা উচিত এবং কোনো ধরণের ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করে কোনো লিংকে ক্লিক ,ডাউনলোড বা ইনস্টল করা উচিত নয়।
3 Comments
Every important
ReplyDeleteFINE
ReplyDeleteGOOD
ReplyDelete