মানবতাবাদ হচেছ আত্ম-উপলব্ধির জন্য ব্যক্তির সক্ষমতা উপর জোর দেওয়ার মতবাদ।মানবতাবাদ কোন নীতির ধার ধারে না এ কথা সত্য নয়।
মানবতাবাদ মানে
ন্যয়কে ভালবাসা,পীড়িতের প্রতি সমবেদনা প্রকাশ করা ও পীড়নের কারন উদঘাটন করে তা বিদূরিত
করা।ক্ষমাশীলতাকে ভালবাসা,বিপদ থেকে মানুষকে উদ্ধার করা,দূর্বলকে সহযোগিতা করা,উপকারের
কথা স্নরন করা,সত্যকে ভালবাসা,সৎ কথা বলা,স্বাধীনতাকে প্রেম করা,দাসত্তের বিরুদ্ধে
আপোশহীন যুদ্ধ করে যওয়া,পরিবার ও বন্ধু-বন্ধবদের
ভালোবাসা,সুখের ঘর তৈরি করা,নিরাশা দূর করে আশাকে পালন করা,বুদ্ধি-মনের চর্চা করা,শিশুদের
প্রতি যন্তবান হওয়া,শিশু নির্যাতন ও শিশু শ্রম বন্ধে সোচ্চার হওয়া,প্রতিভাসম্পন্ন ব্যক্তির
চিন্তা ও মহত কর্মের সাথে পরিচিত হওয়া,নিজের ও অন্যের সৎ কথাকে চাপা না রাখা,অপরকে
সুখী করা ও নিজে সুখি হওয়া,চমৎকার কৈৗতুকরসবোধ থাকা,মহৎ কাজের দীপ্ততে জীবন ভরে তোলা,ভালবাসার
মূল্য দেয়া,আনন্দে সাথে নতুন সত্যকে গ্রহন করা,ব্যক্তি চেয়ে তার কাজ ও কথাকে মূল্যায়ন
করা,ভুল ভ্রান্তি ও কুসংস্কারকে প্রত্যাখান করা,নিজের কর্ম- মেধা- চিন্তা-ভালবাসা দিয়ে
আরো সুন্দর পৃথিবী রেখে যাওয়া।
6 Comments
Good
ReplyDeleteFine
ReplyDeleteexcelent writing
ReplyDeleteভালো লিখেছেন
ReplyDeleteGOOD
ReplyDeleteFINE
ReplyDelete