Ticker

20/recent/ticker-posts

সাফল্যের সঠিক পথ( The right way to success)



জন্ম থেকেই মানুষ নিজেকে সফল হিসেবে দেখতে চায়,কখনো শিক্ষাক্ষেত্রে,পরিবারের কাছে, সমাজের কাছে,আত্মীয়-স্বজনের কাছে,কর্মক্ষেত্রে,সামাজিক পরীমন্ডলে।সকল ক্ষেত্রেই নিজেকে একজন সফল  মানুষ হিসেবে দেখতে চায়,সে এক নিরন্তর চেষ্টা,এই নিয়ে শুরু হয় প্রতিযোগিতা,প্রতি হিংসা,যুদ্ধ ও দ্বন্দ্ব। সকল জায়গায় সফল করতে গিয়ে,নিজের সুন্দর মানুষটিকে আর খুঁজে পাওয়া যায় না,প্রতিনিয়ত মানুষ হারাচ্ছে তার নীতিনৈতিকতা,মূল্যবোধ,ভালোবাসা,সৃজনশীলতা,দায়িত্ববোধ,অন্যান্য অনেক কিছু।

একজন  মানুষের সকল ক্ষেত্রে কি সফল হওয়া সম্ভব?সেই  সাফল্যেৱ জন্য অন্যায়, মিথ্যে,চুরি,ডাকাতি, প্রতারণা, আত্মসাৎ, প্রতিহিংসা, ঘুষ,নেশা অনেক কিছুর সাথেই আপোষ করে,যে কোন মূল্যে সহজেই সফল হতে চায়।এ কেমন সফলতা,আমরা কোন পথে হাঁটছি, কোন পথ দেখাচ্ছি পরবর্তী প্রজন্মকে, এটা কি সত্যিই আসল পথ,সফলতার চাবি কাঠি।

সাফল্য তো সফল মানুষ হওয়া, নীতি-নৈতিকতা সম্পন্ন মানবিক  হওয়া, স্বচ্ছতা,সরলতা কে ধারণ করা,পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে পরিবার,সমাজ, দেশ,জাতিকে ধরে রাখা, মন এবং মানবিকতাটাকে সরল করা,মানুষকে ভালোবাসা, মানবিকতাবোধ জাগিয়ে তোলা, সত্য ও সততাকে ধারণ করা এগুলো তো আমাদের হাতে,ইচ্ছে করলেই এভাবে একজন সফল মানুষ হতে পারি ।এভাবে নিজের সফল হই পরবর্তী প্রজন্মকে এই  সাফল্যের পথ  দেখাই।


Post a Comment

7 Comments

Ad Code

Responsive Advertisement