Ticker

20/recent/ticker-posts

অহংকার চূর্ণ(PRIDE IS CRUSHED)



মৃত্যু চিন্তা আসলে সকলকে সমান বলে মনে হয়। পন্ডিত,মূর্খ,ধনী,দরিদ্র,সুন্দর,কুৎসিত  এখানে সকলেই সমান।নিশ্চিন্তে  বসে এই ভাবনা একবার ভাবলেই  অহংকারের পতন হবে, স্বার্থপরতা হারিয়ে যাবে,মানবিকতা বোধ  জেগে উঠবে।আজ হোক,কাল হোক,দশ দিন পরে হোক,সকল  কেই এই স্বাদ গ্রহণ করতে হবে।

কদিনের জন্য এ জীবন,আজকে  যে অহংকারে   নিজেকে বড়  ভাবছি, এমন দিন আসবে, সকল অহংকার মাটিতে বিলীন হয়ে যাবে। তাহলে কিসের অহংকার? অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে আমি কে?আমি কতটুকু? আমি কি করতে পারি?মাটির পুতুলে,এই অহংকার শোভা পায় না। সকল অহংকার- বিদ্যার অহংকার,বুদ্ধিৱ অহংকার,সৌন্দর্যের অহংকার,প্রতিভার অহংকার,ক্ষমতার অহংকার,সকল অহংকার চূর্ণ হয়ে যাবে, সেদিন আর পালাবার পথ থকবে না।

সামনে অসীম জলরাশি অনন্ত প্রবাহে প্রবাহিত হচ্ছে,অনন্ত আকাশ তাতে অসংখ্য সৌরমন্ডল, নক্ষত্র, ধুমকেতু ছোট ছুটি করছে।যেদিকে দেখি  সেইদিকেই অনন্ত-অসীম,আমি অতি ক্ষুদ্র- কত সামান্য। এই সামান্যের জন্য এত বিলাসিতা,এত যত্ন,এত ঝামেলা, এত অন্যায়,এত পাপ ও এত অহংকার - এ বড় লজ্জার কথা।

Post a Comment

6 Comments

Ad Code

Responsive Advertisement