নৈতিকতা হল মানবিক আদর্শাবলীর একটি প্রণালী যা একটি সুখী জীবন লাভে আমাদের আচরণের নির্ধারক হয়। |
আমাদের চারিপাশের সকল মানুষদের সঙ্গে বন্ধুত্ব ও আস্থা অর্জনে তা আমাদের চালিত করে।নৈতিকতা আকাশ থেকে পড়ে না বা কেউ এসে দিয়েও যায় না। আমরাই নীতি-নৈতিকতা তৈরি করি,নির্ধারণ করি।নীতি নৈতিকতার উৎস আমরাই। আমরাই পৃথিবীতে সুখে শান্তিতে সব মানুষদের পাশে নিয়ে সমৃদ্ধ পৃথিবী গড়তে চাই সাথে সাথে দুঃখ কষ্ট বেদনা থেকে দূরে থাকতে চাই। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত সুবিধা ও কল্যাণ বৃদ্ধি করা এবং অসুবিধা ও দুর্দশা লাঘব করা। যে সকল আচরণ ও ব্যবহার এই লক্ষ্যের দিকে পৌঁছাতে সহযোগিতা করে সেই সকল আচরণ ও ব্যবহারকে নৈতিক বলে বিবেচনা করা হয় আর যে সকল আচরণ ও ব্যবহার এই লক্ষ্যের দিকে পৌঁছাতে বাধা সৃষ্টি করে সেটা কি অনৈতিক হিসেবে গণ্য করা হয়।আমরা মানব জাতি যদি টিকে থাকতে চাই তাহলে আমাদের একসাথে সমাজবদ্ধ হয়ে বসবাস করা প্রয়োজন। সমাজবদ্ধ হয়ে বাস করলেই আমরা নিজেদের চাহিদা সহজে পূরণ করতে পারি, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি। সমাজে যেমন দরকার চিকিৎসকের তেমনি দরকার কৃষকের, যেমন দরকার ইঞ্জিনিয়ারের তেমনি দরকার কামারের। সবাই একসাথে সমাজবদ্ধ হয়ে বাস করলে সহজেই একে অপরের চাহিদা পূরণ করে সুখেস্বচ্ছন্দে জীবন অতিবাহিত করতে পারি, অপরদিকে একা একা জীবনযাপন করার জন্য নিজেই একইসাথে চিকিৎসক, কৃষক, ইঞ্জিনিয়ার কিংবা কামার হওয়া সম্ভব নয় বলা যায়। সবাই একে অপরের সহযোগী হয়ে সমাজবদ্ধ ভাবে বসবাস করতে আমাদেরকে বুঝতে হবে কিভাবে অন্যের অসুবিধা না করতে হয়। নৈতিকতা হচ্ছে, সেই লক্ষ্যের দিকে যেতে কি সাহায্য করে আর সেই লক্ষ্য থেকে কি দূরে নিয়ে যায় তার মূল্যায়ন।
4 Comments
fine
ReplyDeleteOk
ReplyDeleteভাল
ReplyDeleteFine
ReplyDelete