Ticker

20/recent/ticker-posts

সম্পর্ক (RELATION)



#  সম্পর্ককের ভিত্তি রচিত হয় পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস ও সহমর্মিতার মাধ্যমে।

# অন্যের অনুভুতিকে অনুভবের মাধ্যমে সম্পর্কের সূচনা হয়।

প্রতিটি সম্পর্ক বাচিয়ে রাখার জন্য প্রয়োজন প্রত্যেক্যে সময় দেয়া।

# সুন্দর মুহূর্তগুলো একসাথে উদযাপনে করুন ।

# আপনার সঙ্গীর মধ্যে যে সমস্ত গুন গুলি রয়েছে সেগুলি আপনি শ্রদ্ধা করুন।

#পৃথিবীর প্রত্যেকটি সম্পর্কেরর্ই  এক একটি ভিন্ন অর্থ আছে,তাই প্রত্যেককে প্রতিটি সম্পর্ককেই সন্মান জানানো উচিত।

# দুজনের মধ্যে কোনো বিষয় গোপন রাখবেন না, সঙ্গী কাছে স্বচ্ছ থাকুন। 

# পড়ালেখা,চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সঙ্গীকে সাফল্য পেতে উৎসাহিত করুন এতে আপনি তার স্বপ্ন ভবিষ্যতের যত্ন নিচ্ছেন প্রকাশ পাবে।

#সব অপরাধের দায় সঙ্গী উপর চপিয়ে দেবেন না।

#বাইরের মানুষের সামনে  তর্ক  না করে,ভালবাসা প্রকাশ করুন।

# বুদ্ধিদ্বীপ্ত রসিকতা চর্চা করুন, কঠিন কোন পরিস্থিতিতে সস্তি দেবে।

# ব্যক্তিত্তবান হন,আপনার ব্যক্তিত্বের জন্যই আপনার সঙ্গী আপনাকে ভালবাসবে।

# কঠিন কোন পরিস্থিতিতে দুজনে মিলে আলোচনা করে সিধান্ত নিন।

# রাগের সময় শব্দ ব্যবহারে অবশ্যই সংযত হোন উঁচুস্বরে কথা না বলে নিচুস্বরে কথা বলুন। এটি আপনার সঙ্গীর উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

# মিথ্যা আশ্বাস দেয়া বা মিথ্যা প্রতিজ্ঞা না করা।

# দিনের ঝগড়া নিয়ে রাতে ঘুমোতে যাবেন না। ঘুমোনোর আগে সব ঝগড়া শেষ করুন নতুন দিনের নতুন সকালে নতুন প্রত্যয়ে জাগুন।




Post a Comment

4 Comments

Ad Code

Responsive Advertisement