Ticker

https://amzn.to/4jgawQo

শিশুকে সময় দিন(TIME FOR YOUR CHILD)


শিশুর সাথে মা ও বাবার সুন্দর সম্পর্ক তৈরির অন্যতম উপায় হল শিশুকে পর্যাপ্ত সময় দেয়া।শিশুর কাজে বাবার সহায়ক ভূমিকা থাকলে মায়ের উপর নির্ভরশীলতা কমে ও বাবার সাথে সুন্দর সম্পর্ক তৈরি হয়।শিশুকে পর্যাপ্ত সময় দেয়ার জায়গা গুল হল…..     

 # শিশুর সাথে খেলা করা,গান শোনা,ছড়া বলা,গল্প করা যা শিশুর বুদ্ধিবৃ্ত্তীয় বিকাশ ঘটায়।

# শিশুকে বাহিরে নিয়ে যওয়া ও দর্শনিয় স্থানে ঘুরতে যাওয়া এতে শিশু বাহিরের অভিজ্ঞতা বাড়ে।

# পারিবারিক কাজে শিশুকে সাথে নেয়া,যেমন-গাছে পানি দেয়া,ঘর পরিস্কার করা,কেনাকাটা করতে সাথে নেয়া, এতে শিশুর নিজের প্রতি আস্থা আসে।

# দেশের বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্টানে নিয়ে যওয়া,এতে নিজ দেশ সম্পর্কে ধারনা হবে।

শৈশবে বাবা-মা শিশুকে যত বেশি সময় দেবে ও আদর স্নেহ করবে তাদের বন্ধন ততই দৃঢ় হবে।এ বন্ধন পরবর্তী জীবনে বাবা-ময়ের সাথে সন্তানের সু সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে।

Post a Comment

5 Comments

Ad Code

Responsive Advertisement