# একজন ম্যাচিউরিটি সম্পন্ন মানুষ সকল প্রাণী ও জীবনকে মূল্যদিবে ও ভালবাসবে,বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে ভালোবাসা,সহমর্মিতার হাত বাড়িয়ে দেবে।
#একজন ম্যাচিউরিটি সম্পন্ন মানুষ কাউকে প্রতিশ্রুতি দেয়া ও সেই প্রতিশ্রুতি পালন করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিবে।
#একজন ম্যাচিউরিটি সম্পন্ন মানুষ কারো সাথে কথা বলার ক্ষেত্রে সামঞ্জস্যতা থাকবে। অপ্রাসঙ্গিক কথা বলা থেকে দূরে থাকবে। না জানা বা অজানা কোন বিষয় সম্পর্কে কোন কথাবার্তা বলতে বিরত থাকবে।
#একজন ম্যাচিউরিটি সম্পন্ন মানুষ কারো সাথে অযথা তর্কে জড়াবে না। কোন ব্যক্তির সাথে অযথা মারামারি হাতাহাতি বা ঝগড়াতে নিজেকে সম্পৃক্ত করবে না।
#একজন ম্যাচিউরিটি সম্পন্ন মানুষ অন্যের মতবাদ,চিন্তাধারাও দর্শনেৱ প্রতি শ্রদ্ধাশীল ও গুরুত্ব দিবে।
#একজন ম্যাচিউরিটি সম্পন্ন মানুষ নিজেৱ ভুলগুলো এবং না পারা বিষয়গুলো সহজ ভাবে মেনে নিবে। এবং এগুলো থেকে নতুন শিক্ষা নিয়ে নতুন ভাবে জীবন শুরু করবে।
#একজন ম্যাচিউরিটি সম্পন্ন মানুষ অসামঞ্জস্য প্রতিযোগিতায় নিজেকে না জড়িয়ে পরিবার,সমাজ,দেশে,জাতির প্রতি দায়িত্বশীল হবে।
#একজন ম্যাচিউরিটি সম্পন্ন মানুষ আমি নিজেই সব সময় ঠিক,আমি সব জানি এই চিন্তাধারা থেকে বেরিয়ে নিজেকে নিয়ে ভাববে অন্যের মতাদর্শ নিয়ে চিন্তা করবে এবং সঠিক পথ বেছে নেবে।
#একজন ম্যাচিউরিটি সম্পন্ন মানুষ জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।
উপরোক্ত বিষয়গুলোর সাথে নিজেকে মিলিয়ে নিয়ে আপনি সহজে বুঝতে পারবেন আপনি কতটুক ম্যাচিউরিটি সম্পন্ন বা পরিপক্ক মানুষ।
7 Comments
GOOD
ReplyDeleteFine
ReplyDeletewriting
ReplyDeleteভাল
ReplyDeleteExcellent
ReplyDeleteOk
ReplyDeleteFINE
ReplyDelete