Ticker

20/recent/ticker-posts

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ পরিষদ তার ৩০ তম পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশ সহ মোট সাতাশটি দেশের সমর্থনের  সর্বসম্মতিক্রমে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। ইউনেস্কোর ঘোষণায় স্পষ্ট ভাবে বলা হয় যে- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে মাতৃভাষার জন্য অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ এবং সেদিন যারা প্রাণ দিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণার প্রস্তাব করা হচ্ছে। এই ঘোষণার পর থেকে পৃথিবীতে প্রায় ৫০০০ ভাষা সম্মানিত হল। ২০০০ সালে সারা পৃথিবীব্যাপী প্রথম পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

 সাংস্কৃতিক ঐতিহ্যে মাতৃভাষা হলো সবচেয়ে শক্তিশালী  হাতিয়ার। মাতৃভাষার প্রচলন কেবল ভাষাগত বৈচিত্র্য ও শিক্ষাকেই উৎসাহিত করে না বরং সাংস্কৃতিক ঐতিহ্য অনুধাবন উন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো প্রতিটি মাতৃভাষাকে যথাযোগ্য মর্যাদা দেয়া সাথে সাথে বিশেষ করে দুর্বল জীর্ণ ভাষাগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। দুর্বল ভাষা বলে কোন ভাষার উপর অন্য কোন ভাষার প্রভাব বিস্তার না করা বা প্রভাব বিস্তারের অপপ্রচেষ্টা  না করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিটি মানুষ তার নিজস্ব মাতৃভাষাকে মর্যাদা প্রদান করবে  সাথে সাথে তার প্রচার  ও উন্নয়নের সচেষ্টা থাকবে। প্রত্যেক দেশের জাতীয় সংস্কৃতিতে আসবে নিজস্ব চেতনা, উদ্বুদ্ধ হবে মানুষ দেশপ্রেমে।

মাতৃভাষার রূপ খানি মোর পূর্ণ মনিজালে.....

Post a Comment

2 Comments

  1. শুভ হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    ReplyDelete
  2. আসাধারন

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement