1.কারো কথা বলার মাঝখানে কথা বলা উচিত নয়।তার কথা শেষ হলে তারপরে কথা বলা উচিত।
2.কারো সাথে কথা বলার সময়,স্মার্ট ফোন নিয়ে টিপাটিপি করবেন না,তাতে তার কথার গুরুত্ব হারায়।
3.কারো বেতন-বয়স-ব্যবসা-চাকরি ইত্যাদি বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন করা উচিত নয়।
4.কারো সাথে আপনি হাস্যরস বা মজা করছেন,কিন্তু যদি সে সেটা উপভোগ না করে,তাহলে তার সাথে এই মজাটা করবেন না,তাতে হিতে বিপরীত হতে পারে।
5.যদি কোন ব্যক্তি আপনাকে তার স্মার্টফোনটি দিয়ে কিছু দেখতে বলে,তাহলে শুধু সেই টুকুই দেখুন অন্যকিছু দেখতে যাবেন না।
6.যদি আপনার কোন বন্ধু বা সহকর্মী,একসাথে গাড়ি ভাড়া বা খাবার বিল পরিশোধ করে,এরকম ঘটনা দ্বিতীয় দিন ঘটলে,প্রথমেই আপনি বিল পরিশোধ করুন।
7.যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না,প্রয়োজনে নির্দিষ্ট স্থানে ফেলুন অথবা সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকলে ময়লা আবর্জনা সাথে করে নিয়ে এসে নির্দিষ্ট স্থানে রাখুন।
8.অপরিচিত ব্যক্তি যেই হোক না কেন তাকে সম্মান দিয়ে কথা বলুন,সাধারণত অপরিচিত ব্যক্তির সাথে আপনি সম্বোধন করে কথা বলুন।
9.জীবনে কোন কিছু ফ্রি বা এমনিতে পাওয়ার আশা ছেড়ে দিন,সবকিছু কষ্ট করে অর্জন করার চেষ্টা করুন,এর ভিতরে আনন্দ আছে।
10.পরচর্চা ও পরনিন্দা পরিহার করুন,যারা পরচর্চা করে তাদেরকে এড়িয়ে চলুন।
11.কোন বিষয় সম্পর্কে কম জানা থাকলে সে বিষয় নিয়ে আলোচনায় না যাওয়াই ভালো।বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আলোচনা করুন।
12.উপদেশ দেয়ার চেয়ে পালন করাই ভালো।কাউকে সেই উপদেশই দিন যেটা নিজে পালন করেন।
13.কাউকে কষ্ট দিয়ে,ছোট করে,অপমান করে কথা না বলাই ভালো।
14.কারো সাফল্য নিয়ে হিংসা করবেন না,সমালোচনাও জড়াবেন না।বরং পরিশ্রমী হয়ে নিজে সফল হন।
15.শিশুদের অযথা বকাঝকা বা মারধর করবেন না।তাতে শিশুর ব্যক্তিত্ব বিকাশে বাধাগ্রস্থ হয়।
16.যতদূর সম্ভব একজন মানবিক মানুষ হওয়ার চেষ্টা করুন,অন্যের বিপদ-আপদ দেখলে যত দূর সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন।
17.কারো সাথে কুযুক্তি দিয়ে তর্কে জেতার চেষ্টা করবেন না।
18.কোন স্বার্থ বিবেচনা করে কারো সাথে সম্পর্কে জড়াবেন না,সম্পর্কে জড়ান শ্রদ্ধা,ভালবাসা ও বিশ্বাস দিয়ে।
19.ব্যক্তি জীবনে ও কর্মজীবনে শত আদর্শবান হওয়ার চেষ্টা করুন।নিজের শত ও আদর্শবান কর্ম গুলিকে অন্যের মাঝে ছড়িয়ে দিন।
20.নিজেকে ভালোবাসো ও অন্যকে ভালবাসতে শিখুন,জীবন বদলে যাবে।
1 Comments
good
ReplyDelete