পৃথিবী ধ্বংস হয়ে যাক,প্রেম, ভালোবাসা,বন্ধন সব নষ্ট হয়ে যাক।মানবিকতা, মানবতা,শিষ্টাচার,সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ ধ্বংস হয়ে যাক।তাতে আমি বা আমাদের কিছু যায় আসে না।ও নিয়ে ভাববে অন্য কোন মানুষ,সমাজ,শিক্ষিতজনেরা।ও নিয়ে ভাববার আমাদের সময় কই,কোন ভাবে পাস কাটিয়ে চলে যেতে পারলেই হয়।
হয়তো পাস কাটিয়ে চলা বা কোন না কোন ভাবে নিরিবিলি ভাবে জীবন কাটিয়ে দিতে পারলেই হল।পরিবার সমাজ থেকে এই শিক্ষা আজকাল দেয়া হচ্ছে।এভাবেই তৈরি হচ্ছে নতুন প্রজন্ম।
এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের,আমরাই হয় তো সঠিকভাবে বুঝাতে পারিনি,আমাদের সমস্যা গুলো। পরিবার ও সমাজকে সুন্দর করে বলে উঠতে পারেনি।
তাই এই সমাজ দেশ ও জাতিকে পুনঃ উদ্ধার করতে হলে,যার যার জায়গা থেকে, সততা প্রেম ভালোবাসা মানবতাবোধ শিষ্টাচার ও শ্রদ্ধাবোধ বুকে ধারণ করে এগিয়ে গেলে এ পৃথিবী হয়ে উঠবে আরো সুন্দর ও ভালোবাসাময়।
0 Comments