Ticker

https://amzn.to/4jgawQo

শিশুর মৌলিক অধিকার ও সুরক্ষা(Fundamental rights and protection of children)


"আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে,আমরা তার তরে একটি সাজানো বাগান চাই"

প্রতিটি নবাগত শিশুর জন্য রেখে যেতে চাই একটি সুন্দর সাজানো পৃথিবী।শিশুরাই জাতির ভবিষ্যৎ।আজ যে শিশু একদিন সেই দেশ,পৃথিবীর,রাষ্ট্র পরিচালনা করবে তাই তাকে সেভাবেই যোগ্য হিসেবে তৈরি করতে হবে।যোগ্য হিসেবে তৈরি করার পিছনে সবচেয়ে বড় দায়িত্ব-তার বাবা-মা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী দেশ তথা সমস্ত পৃথিবীর।শিশুদের প্রতি যথেষ্ট সচেতনতার অভাবের ফলে,তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না।বিশেষ করে পিছিয়ে পড়ার সমাজ তথা অশিক্ষিত এবং দরিদ্র প্রবন এলাকাতে অবহেলা ফলে শিশুদের ক্রমবিকাশে ব্যাহত হচ্ছে। তাই শিশুদের সঠিকভাবে গড়ে তোলার জন্য কি ধরনের কর্তব্য পরায়ণ হতে হবে তা নিয়ে ঘোষিত হয়েছে জাতিসংঘ শিশু অধিকার সংক্রান্ত সনদ।

জাতিসংঘ শিশু অধিকার সন-১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সবার মতামত নিয়ে শিশু অধিকার সনট টি পাস হয়।পরবর্তীতে ১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে এটি আইন হিসেবে পাস হয়।জাতিসংঘের ১৯৩ টি দেশের মধ্যে ১৯১ টি দেশ এই চুক্তিটি অনুমোদন করে।এই সনদে মোট ৫৪ টি ধারায় শিশু কল্যাণ নিশ্চিত করনের কথা বলা হয়েছে।এই সনদে অধিকারে আওতায় স্বাস্থ্য,শিক্ষা,মা-বাবার সাথে শিশুর সম্পর্ক,সাংস্কৃতিক,নাগরিক অধিকার,শিশু শোষণ ইত্যাদি নানা বিষয়ে এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিশুদের মৌলিক অধিকার নিচে আলোচনা করা হলো

1.শিশুদের বেঁচে থাকার অধিকার।

2.শিশুদের চিন্তার স্বাধীনতা বা মুক্ত চিন্তার অধিকার।

3.মানবতা,বিবেক ও ধর্মের অধিকার।

4.অর্থনৈতিক ও যৌন শোষণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার।

5.নিরাপত্তা বিষয়ক অধিকার।

6.শিশুদের শিক্ষার অধিকার।

7.শিশুদের ভালো স্বাস্থ্য ও চিকিৎসা সেবার অধিকার।

8.উপযুক্ত একটা জীবনযাত্রার মান,অবকাশযাপন,বিনোদন ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের অধিকার।


Post a Comment

2 Comments

Ad Code

Responsive Advertisement