জীবনের সব সময় একই অবস্থায় থাকে না,অনেক সময় কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে জীবন পার করতে হয়।যে ব্যক্তি কঠিন পরিস্থিতির মাঝেও একটি উপায় বের করে জীবনের সঠিক পথ খুঁজে নেয় তাকেই বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি বলে।
প্রতিটি ব্যক্তিকে নিজের কিছু গুণের জন্য বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি বলা হয়।বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি কারা হয় ও তাদের কি কি গুণাবলী ও অভ্যাস থাকে যা নিচে আলোচনা করা হলো।
1.বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি সবার সাথে কথা বলে ও সবার সাথে মিশে,যাতে সে ভালো-মন্দ বিচার করতে পারে এবং উপযুক্ত ব্যক্তি নির্বাচন করতে পারেন।
2.ব্যক্তিগত কোনো কাজ সম্পূর্ণ এবং সফল হলেই তা অন্যকে বলে।
3.গুজবে কান দেয় না বা কোন কথাকে বিশ্বাস করে না।নিজের বিবেক ও জ্ঞান দিয়ে কোন বিষয়কে যাচাই করে সিদ্ধান্ত নেয়।কারো কথাকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়।
4.অন্যের উপর দোষ না দিয়ে বা মিথ্যে অজুহাত না দিয়ে,নিজের ভুলগুলো পর্যবেক্ষণ করে,কঠিন পরিশ্রমের মাধ্যমে সফল হয়।
5.ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানের পথ চলে।
6.কর্ম শিক্ষার মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখে।পরনিন্দা ও পরচর্চা নিয়ে কোন সময় ব্যয় করে না।
7.অতীতের কোন দুঃখ এবং হতাশাকে প্রশ্রয় না দিয়ে সময়ের সাথে সাথে চলতে থাকে
8.কোন ধোকাবাজ এবং প্রতারণাকারীকে তাদের কর্মকাণ্ডের জন্য মাফ করে দিয়ে,জীবন থেকে তাদেরকে বাদ দিয়ে দেয়।
9.অসফলতার কাছে হার মানে না বরং এর ভিত্তির উপর দাঁড় করে নতুন করে শুরু করে।তারা নিজেদের রাস্তা থেকে কখনো তো বিচলিত হয় না।অসফলতাকে তারা জীবনের একটি সুযোগ হিসেবে ব্যবহার করে।
10.কাজ সময়মত করে থাকে।ধন সম্পদের চেয়ে সময়কে গুরুত্ব দেয়।অলসতাকে শত্রু বলে মনে করে।
11.কারো উপর অভিযোগ করে না।মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করে ও তাদের মতামত কে গুরুত্ব দেয়।
2 Comments
Fine
ReplyDeleteOK
ReplyDelete