Ticker

https://amzn.to/4jgawQo

তেল মাখাতে ব্যস্ত আছি


হাত দুটো আর খুঁজে পাচ্ছি না। 

শুধু কি আমার ! অনেকেরই হাত আর দেখছি না। 

হাতগুলো কোথায় গেল ?  কি ভাবে গেল ? জানিনা। 

অনেকের হাত গুলো শুকিয়ে গেছে, কারো বা হাত তেল ছপ ছপ করছে। 

কি শুকনো ? রুগ্ন চেহারা,ঠিকমতো মেরুদন্ড সোজা করে হাঁটতেও পারছে না। 

কি হলো আপনাদের ? কেউ কিছু বলছেন না কেন। 

সবাইকে জিজ্ঞেস করছি ? কেউ সাহস করে কিছু বলতে চাচ্ছে না। 

এক লোক সাহস করে এসে বলল, এত কি খুঁজছেন বাপু ?

আমরা সবাই খুব ব্যস্ত আছি, তেল মর্দন  করতে করতে সবার হাতে ব্যথা। 

তাই হাত খুঁজে পাচ্ছেন না, আর মেরুদন্ড টা একটু বেকিয়ে গেছে। 

তারপরও আমরা অনেক ভালো আছি, সুখে আছি।

..... ও একটু তেল মাখাতে ব্যস্ত আছি। 

Post a Comment

1 Comments

Ad Code

Responsive Advertisement