Ticker

https://amzn.to/4jgawQo

গ্রাহক সেবা( Customer Service)

 


গ্রাহক সেবা বলতে একটি সংস্থা বা প্রতিষ্ঠানের কোন পণ্য ব্যবহার করার আগে বা পরে যে সেবা প্রদান করে তাকে বুঝায় । গ্রাহক সেবার মধ্যে পণ্যের পরামর্শ দেওয়া, সমস্যা সমাধান করা,অভিযোগের ভিত্তিতে সমাধান দেওয়ার ক্রিয়াকলাপ এর ভিতরে অন্তর্ভুক্ত থাকে। অত্যন্ত বিচক্ষণতার সহিত গ্রাহক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হয়। গ্রাহক সেবা ও অভিযোগ ব্যবস্থাপনার কাজে সরাসরি নিয়োজিত জনবলের আচরণগত নির্দেশক ও সেবায় করণীয় বিষয়গুলো সম্পৃক্ত থাকে। 

আচরণগত নির্দেশনা :-

* গ্রাহকের সাথে প্রথম আলাপ চারিতার সময় স্যার,ম্যাডাম, জনাব, ও অন্যান্য সম্মানের সাথে সম্বোধন করা উচিত। 

* গ্রাহকের সাথে আলাপ করার সময় অবশ্যই সৌজন্যমূলক শব্দের প্রয়োগ করা উচিত। 

* গ্রাহকদের সাথে আলাপ আলোচনা সময় কোন কিছু ব্যক্তিগতভাবে নেয়া উচিত নয়। 

* আবেগপ্রবণ কোন মনোভাব প্রকাশ করা উচিত নয়। 

* গ্রাহকের সাথে ইতিবাচক মনোভাব নিয়ে হাসিখুশি ভাবে আচরণ করা উচিত। 

* গ্রাহকের সাথে অশালীন এবং নিরর্থক শব্দ বা অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার থেকে দূরে থাকা উচিত। 

* কোন ধরনের সহযোগিতা চাইলে নেতিবাচক প্রতিক্রিয়া বা ভয় দেখানো উচিত নয়,যতদূর সম্ভব সহযোগিতার করা উচিত। 

* গ্রাহকের সাথে কোন টেকনিক্যাল বা দুর্বুদ্ধ কোন শব্দ বা প্রচলিত কোন বিষয়কে  জটিল করে উপস্থাপন করা উচু নয়। 

* শরীর খারাপ,লোকবল কম,লাঞ্চ,নাস্তা বা অন্য কোন অজুহাত দেখিয়ে অসহযোগিতা করা উচিত নয়।

* গ্রাহকের নেতিবাচক ধারণা প্রকাশ করলেও,আচরণে যেন সহযোগিতার মনোভাব  প্রকাশিত হয় তাহলে গ্রাহকের মনোভাব পরিবর্তন হতে পারে। 

* গ্রাহকের জানার সকল তথ্য সঠিকভাবে এবং অতি দ্রুততার সাথে বিচক্ষণতার সহিত উপস্থাপন করা উচিত। 

* ভুল বা অপব্যাখ্যার সহিত গ্রাহককে  ভয়-ভীতি সংশয় দেখানো উচিত নয় । 

* সদা হাস্যজ্জল এবং প্রাণবন্ত থেকে গ্রাহকের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা উচিত।

 গ্রাহক সেবায় করণীয় :-

* জাতি ধর্ম গোত্র-বর্ণ নির্বিশেষে সকলকে সমান  দৃষ্টিভঙ্গি দিয়ে সম্মানের সহিত গ্রহণ করতে হবে। 

* গ্রাহক যে ভাষায় কথা বলতে আগ্রহী তার সঙ্গে সেই ভাষায় কথা বলা উচিত। 

* বয়সে ছোট হলেও তাকে সম্মানের সহিত গ্রহণ করা উচিত। 

* গ্রাহককে বসার জন্য বলতে হবে এবং ছিট না পেলে দাঁড়িয়ে থেকে তার সহিত কথা বলা উচিত কাজে ব্যস্ত।

*  সর্বাত্মকভাবে গ্রাহকের রক্ষা করা উচিত। 

* বৃদ্ধ,শারীরিক প্রতিবন্ধি ও অক্ষম ব্যক্তিকে অগ্রাধিকারের ভিত্তিতে সেবা প্রদান করা উচিত।

* নিরক্ষর ব্যক্তিদের লেখা এবং বোঝার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা উচিত।

* গ্রাহকের সহিত আলোচ্য বিষয়ের উপর নজর রাখুন আজেবাজে এবং অপ্রাসঙ্গিক কথা বলা উচিত নয়। 

* নির্দিষ্ট  বিষয় সম্পর্কে সম্যক ধারণা এবং জ্ঞান থাকা একান্ত জরুরি। 

* কোন ভুল অথবা দেরীর জন্য অথবা কোন সেবা প্রদান করতে সাময়িকভাবে দেরি হলে ক্ষমাপ্রার্থনা করা উচিত। 

গ্রাহক সেবায় কি করা উচিত নয় :-

* রাগণ্বিত বা  উচ্চ স্বরে গ্রাহক হিসেবে কথা বলা উচিত নয়। 

* বিনা কারণে গ্রাহককে দেরি বা বসিয়ে রাখা উচিত নয়। 

* গ্রাহকের সামনে দাঁত খ্যাঁচানো চুল ঠিক করা পত্রিকা পড়া মোবাইলে কথা বলা উচিত। 

* গ্রাহকের সামনে তার অন্য কোন সহকর্মী অথবা মোবাইলের মাধ্যমে তার পরিবারের সাথে ব্যক্তিগত কোন আলোচনা বা অপমানজনক কোন কথা বলা উচিত নয়। 

* গ্রাহককে বসিয়ে রেখে অন্যান্য কোন কাজ বা ব্যস্ততা বা অহেতুক কোন অভিযোগ দেখিয়ে তাকে বসিয়ে রাখা উচিত নয়। 

* অহেতুক গ্রাহকের সঙ্গে তর্কে লিপ্ত না হওয়া ধর্মীয় বা রাজনৈতিক কোন বিষয়ে আলোচনা বা সমালোচনা থেকে দূরত্ব বজায় রাখা উচিত। 

পোশাক পরিচ্ছদ ও সৌন্দর্য :-

* মার্জিত কালারের কাপড়  পরা উচিত।চকচকে ও  অশোভন  দেখায় এরকম কোন ড্রেস না পরাই ভালো। 

* পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা,শরীর থেকে যাতে দুর্গন্ধ না আসে সেজন্য পারফিউম ব্যবহার করা। 

* চুলের স্টাইল এবং সাজসজ্জা যাতে দৃষ্টিকটু না হয় সেদিকে নজর রাখ। 

* প্রতিষ্ঠানের আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখা। 

* প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী জুতা,টাই,শার্ট,প্যান্ট পোশাক পরিচ্ছদ পরা।

সর্বোপরি প্রতিষ্ঠানের নিয়ম-কানুন শৃঙ্খলা অনুযায়ী সর্বাত্মকভাবে গ্রাহক  সেবায় নিয়োজিত হওয়া উচিত। 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement